• Sat- Thu 9:00 - 6:00, Friday - CLOSED
Call Anytime

Eco Town Limited

Eco Town Limited

Eco Town Limited

আমাদের কথা 

অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ। আর এই সৌন্দর্যময়  নিরাপদ ও মনোরম পরিবেশে  বসবাস করা প্রতিটি মানুষের চিরন্তর চাওয়া। প্রাকৃতিক লীলাভূমিতে ভরপুর বাংলাদেশের রাজধানী ঢাকা । এই ঢাকায় বসবাস করার জন্য চাই একখণ্ড নিস্কণ্টক জমি। আগামী দিনগুলোতে ঢাকা  কেমন হবে তা নিয়ে ভাবলে কিছু ভেবে পাওয়া যায় না। তাই আজ প্রতিটি মানুষ  চায় নিজের এবং তার ভবিষৎ প্রজন্মের জন্য যানজট,দূষণ ও কোলাহল মুক্ত এবং পরিকল্পিত সবুজে ঘেরা স্নিগ্ধ, নিরিবিলি সুস্থ সুন্দর ও শান্তির আবাসন । তাই আপনার সমস্ত চিন্তা ভাবনার সমন্বয় ঘটিয়ে আমরা “ইকো টাউন লিমিটেড” এর প্রকল্পে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধাদি প্রদানপূর্বক সু-পরিকল্পিত নগরায়ন করে দিচ্ছি  একখণ্ড নিষ্কণ্টক জমি, যা হবে আপনার সাধ ও সাধ্যের অপূর্ব সমন্বয়; এটা আমাদের দৃঢ়  প্রত্যয় ও বিশ্বাস।

পূর্বাচল ইকো হোম প্রসঙ্গে

● সুদক্ষ খ্যাতিমান নগর পরিকল্পনাবিদগণ দ্বারা রাজউকের বিধি মোতাবেক পরিকল্পিত
এই পূর্বাচল ইকো হোম।
● বন্যামুক্ত উঁচু জমি ও প্রাকৃতিক মনোরম পরিবেশের সমারোহে পরিকল্পিত নগরায়ন।
● রাজউকের পূর্বাচলের নতুন উপশহরের ৩০ ও ২২নং সেক্টর সংলগ্ন।
● প্রকল্পের সুপ্রশস্থ রাস্তার দরুণ পাচ্ছেন অতিথিদের গাড়ি রাখার নিরাপদ স্থান।
● পূর্বাচল ইকো হোম এ থাকছে সর্বাধুনিক নিজস্ব নিঃছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, তথ্য ও নিরাপত্তা কেন্দ্র।

● পূর্বাচল ইকো হোম এ থাকছে প্রাইভেট সিকিউরিটি ও ট্রাফিক স্টেশনের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা।
● জীবনের নিরাপত্তা, দূর্ঘটনা এড়ানো ও সময়ক্ষেপণ রোধের জন্য প্রকল্পে রয়েছে উন্নত ট্রাফিক ও ফুটপাত ব্যবস্থা।
● পূর্বাচল ইকো হোম এ থাকছে আধুনিক পদ্ধতিতে টেলিযোগাযোগ, বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ ব্যবস্থা।
● প্রকল্পে রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার ও বিনোদনের জন্য সুনির্দিষ্ট স্থান।
● ঢাকা সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা সম্পন্ন কুড়িল ফ্লাইওভার থেকে মাত্র  ২৫-৩০ মিনিটের দূরত্ব।
● পূর্বাচল ইকো হোম অত্যাধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি পরিকল্পিত নগরী।

নাগরিক সুবিধা সমূহ

Eco Town purbachal Project

Play Video
  1. আগে আসলে আগে পাবেন এই  ভিত্তিতে এবং প্লট খালি থাকা সাপেক্ষে গ্রাহক তার  পছন্দ মত প্লট বুকিং দিতে পারবেন।
  2. কোম্পানীর নির্ধারিত আবেদন ফরমে ১ কপি ছবি ও এন, আই, ডি কার্ডের  ফটোকপি সহকারে কাঠা প্রতি ৫০,০০০/- টাকা বুকিং মানিসহ গ্রাহককে প্লটের  জন্য আবেদন করতে হবে।
  3. যিনি নমিনী হবেন তার ১কপি ছবি ও এন, আই, ডি কার্ডের ফটোকপি প্রদান করতে হবে।
  4. প্লটের মূল্য কোম্পানীর নির্ধারিত মুল্য তালিকা অনুযায়ী  নির্ধারিত হবে।
  5. কোম্পানী যে কোন সময় মূল্য তালিকা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন, তবে নির্ধারিত মূল্যে প্লটের বুকিং হওয়ার পর ভবিষ্যতে উক্ত প্লটের মূল্যের  উপর কোম্পানী কোন রকম পরিবর্তন করতে পারবেন না।
  6. এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা পরিশোধ করার পর কোম্পানী সাব-কাবলার ব্যবস্থা করবে।
  7. এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা পরিশোধ করার পর এবং কিস্তির ক্ষেত্রে সর্বমোট মূল্যের ৩০% ডাউন পেমেন্ট পাওয়ার পর ৩০০ টাকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আবেদনকারীর সাথে কোম্পানীর চুক্তিনামা সম্পন্ন হবে।
  8. ৩০% ডাউন পেমেন্ট পাওয়ার পর ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আবেদনকারীর সাথে কোম্পানীর
    চুক্তিনামা সম্পন্ন হবে।

  9. সকল পেমেন্ট “Eco Town Limited” এর অনুকূলে চেক/ক্যাশ/ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ
    যোগ্য। বিদেশে অবস্থানরত প্রবাসী গ্রাহকগণ সমপরিমাণ টাকা মানি এক্সচেঞ্জ অথবা ব্যাংকের মাধ্যমে পাঠাতে
    পারবেন। সেক্ষেত্রে “Eco Town Limited” এর ব্যাংক একাউন্টের অনুকূলে পাঠাতে হবে।

  10. টাকা পাঠানোর সময় অবশ্যই ফাইল নম্বর ও প্লটের তথ্য উল্লেখ করতে হবে।

  11.  টাকা পাঠানোর পর ডিপোজিট স্লিপটিতে ফাইল নম্বর ও প্লটের তথ্য উল্লেখ করতে হবে।

  12. দেশীয় গ্রাহকরা ব্যাংকে ডিরেক্ট ডিপোজিট এর মাধ্যমে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে “Eco Town Limited” এর
    অনুকূলে পাঠাতে হবে। টাকা পাঠানোর সময় অবশ্যই ফাইল নম্বর ও প্লটের তথ্য উল্লেখ করতে হবে এবং উল্লেখিত ই-মেইলঃ ecogroup1213@gmail.com এ পাঠিয়ে দিতে হবে।

  • দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক পরিকল্পিত শহর গুলোর মধ্যে “পূর্বাচল ইকো হোম”
    অন্যতম যেখানে প্রধানমন্ত্রীর অফিস, সচিবালয়, রাজউক অফিসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ।
    সরকারি স্থাপনা স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা রয়েছে ‘পূর্বাচলে’, অর্থাৎ ‘পূর্বাচল’
    হবে আগামী দিনের রাজধানীর প্রানকেন্দ্র।
    বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়
    ক্যাম্পাস হবে পূর্বাচলে’ 
  • বিদেশী দূতাবাস ও বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক অফিসসমূহ স্থানান্তরিত হবে পূর্বাচলে।
    পূর্বাচল ইকো হোম হবে বহুল আকাঙ্খিত যানজটমুক্ত আধুনিক শহর, কারণ এটি
    সু-পরিকল্পিত এবং এতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত রাস্তা (১৮০-৩০০ ফুট)
    এবং দেশের বৃহত্তর ও দৃষ্টিনন্দন ফ্লাইওভার। তার কারনেই পূর্বাচল ইকো হোম হবে আপনার
    স্বপ্নের আবাসভূমি।
  • পূর্বাচল ইকো হোম হবে বায়ু ও শব্দদূষণ মুক্ত, মনোরম পরিবেশের আদর্শ শহর, যেখানে থাকবে
    প্রানভরে নিঃশ্বাস নেবার জায়গা।

  • সর্বাধুনিক শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্য অবকাঠামোর সমন্বয়ে গঠিত প্রকল্প এই পূর্বাচল ইকো হোম।

  • পরিকল্পিত বাণিজ্যিক স্থাপনা নির্মাণের ফলে পূর্বাচল’- এর গুরুত্ব ও স্থানিক মূল্য
    বৃদ্ধি পাবে বহুগুণ। পূর্বাচল ইকো হোম প্রস্তাবিত ১৪২তলা বিল্ডিং এর সন্নিকটে।

 

ইকো অরচার্ডে ৫ শতাংশ জমি সহ সর্বনিম্ন ৩,৩০,০০০/- টাকায় আম বাগানের মালিকানা
close